লোকগানের প্রতি ভালোবাসা বা ভালোলাগা সেই আমার ছোটবেলা থেকেই । বেশ খানিকটা দূর্বলতাই বলবো । আমার সৃষ্টিশীল কাজের মধ্যে তাই হয়ত লোকসংস্কৃতির অনুষঙ্গ বা উপাদান চলে আসে আমার নিজের মনের টানেই । আমার নির্মিত বেশকিছু ধারাবাহিকে তা উঠে এসেছে । “মাদল”-এর লোকগান আমার বরাবরই ভালো লাগে । আমার সিরিয়াল “ইচ্ছে নদী”-তে বিভিন্ন পর্বের বেশ কিছু কমশ্রুত বিয়ের গান তপন রায়ের পরিচালনায় ‘মাদল”-এর পরিবেশনায় দর্শক-শ্রোতারা শুনেছেন। আরও অনেক দুষ্প্রাপ্য শেকড়ের গান তাদের পরিবেশনায় শুনতে পাবো এ বিশ্বাস আমার আছে । কারণ মাদলের মেনটর লোকসংগীতশিল্পী তপন রায় সেই কাজটিই করে থাকেন বরাবর , আমরা তাঁকে এভাবেই জেনে এসেছি। জয় হোক মাদলের, জয় হোক লোকগানের ।।

From my child hood I am  inclined to folk songs.Rather I would call it my weakness. May be for that I share context of folk culture in my creative works unintentionally. I love Madol all the while. My Serial “Ichche Nodi” audience have listened somebiyer gaan, directed by Tapan Roy.

I believe they will learn some more rare songs. Because tapan Roy the mentor of Madol has been always doing this researches and known for it. All hail to Madol, hail for folk song.