মেয়েদের নিয়ে দল গড়ে কাজ করা সত্যি একটি সামাজিক কাজ। লোকগানের মধ্য দিয়ে মেয়েদের কথা উঠে আসে, আর সেটা সমাজের কাছে তুলে ধরাটাও এক মহৎ কাজ । আমি মাদলের যে কয়টি গান শুনেছি তাতে মূলত পূর্ববাংলার ভাটিয়ালি সুরের চলন রয়েছে । বিয়ের গান শুনেছি বেশ কয়েকটি মাদলের পরিবেশনায় । ভাল লেগেছে আমার , খুব প্রানবন্ত উপস্থাপন । মাদলের পরিচালক ডঃ তপন রায় একজন পরিচিত লোকসংগীত শিল্পী , তপনদা দিনেনদার(দিনেন্দ্র চৌধুরী) প্রিয় ছাত্র , তাঁর পরিবেশনে যেমন দিনেনদার পরিবেশনগুন পাই, তেমনি তাঁর হাত ধরে তা মাদলের পরিবেশনেও লক্ষ্য করলাম । মাদলের লোকগান নিয়ে কাজ আরও প্রসারিত হোক ও তাঁদের শ্রীবৃদ্ধি কামনা করি । জয়গুরু–

It is a good social effort to build an all woman group and work. Folk songs speak about women and to project it before the society is a remarkable work. The songs I have heard of Madol, have mainly bhatiali tunes. Some biyer gan also I have heard. I loved the lively presentation.The direction of Madol Dr. Tapan Roy is a famous folk-artist. He was a student of Dinendra Chowdhury. He has got the skill of Dinendra in his songs and now I have noticed his skill in the performance of Madol too. I wish prosperity and achievements to Madol. Jai guru.